অবিরাম ভারী বর্ষণ এবং উজানের ঢলে দ্বিতীয় দফায় গাইবান্ধা জেলার সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গতকাল রোববার বেলা ৩টা থেকে আজ সোমবার বেলা ৩টা পর্যন্ত ২৪ ঘণ্টায় জেলার ৩টি উপজেলার নদীতীরবর্তী আরও ৪টি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
এই ইউনিয়নগুলো হলো সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর, বেলকা, গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ও ফুলছড়ি উপজেলার উদাখালি। এ নিয়ে জেলার ১৪টি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হলো।
এ ছাড়া গতকাল প্লাবিত হওয়া ইউনিয়নগুলোর নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। এসব ইউনিয়নের প্রায় ২৫ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। তারা ব্রহ্মপুত্র বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আশ্রয় নিয়েছে। ঘাঘট নদের পানি বৃদ্ধি পাওয়ায় শহরের ডেভিট কোম্পানি এলাকায় শহর রক্ষা বাঁধ ঝুঁকির মধ্যে পড়েছে।
বিস্তারিত দেখুন গাইবান্ধায় নতুন নতুন এলাকা প্লাবিত
ছবি: প্রথম আলো