আমাদের সম্পর্কে | যোগাযোগ

০৮ সেপ্টেম্বর

২০২৪ রবিবার

নিউজ বুলেটিন: ঢাকার রাস্তায় খোঁড়াখুঁড়ি ও অতিরিক্ত যানবাহন চলাচলে বাড়ছে বায়ুদূষণের মাত্রা।

ইসিএন ডেস্ক

প্রকাশিত: ০৮ জুলাই ২০২০, ১৭:৪৬

আপডেট: ০৮ জুলাই ২০২০, ১৭:৪৬

৩৯২

শেয়ার:

‘সবই নদী গিলে খেল’

মাদারীপুরে বন্যায় পানিবন্দী চরাঞ্চলের দুই হাজারের বেশি পরিবার। চলাচলের একমাত্র বাহন নৌকা। গতকাল দুপুরে শিবচর উপজেলার চরজানাজাত এলাকায়।

News

‘জীবনের শুরু থিকা চরে বাস করি। তখন নদীর ভাঙন ছিল মেলা দূরে। গত বছরও ভাবি নাই এ বছর আমাগো সব শ্যাষ হইয়া যাইবে। চোখের সামনে আমাগো যা ছিল, সবই নদী গিলে খেল।’ বলছিলেন মাদারীপুরের শিবচর উপজেলার চর জানাজাত ইউনিয়নের মিনাকান্দি এলাকার ষাটোর্ধ্ব জেলে জোহরুদ্দিন মিয়া।

দুই সপ্তাহ আগে বসতঘর, জমি নদীতে বিলীন হয়ে যায় জোহরুদ্দিনের। এরপর দুই মেয়ে ও স্ত্রীকে নিয়ে আশ্রয় নিয়েছেন অন্যের ভিটায়। শুধু জোহরুদ্দিনের পরিবার নয়, এমন আরও দুই শতাধিক পরিবার পদ্মার ভাঙনে এখন দিশেহারা।

বিস্তারিত দেখুন মাদারীপুরে বন্যায় পানিবন্দী দু হাজারেরও বেশি মানুষ

ছবি: প্রথম আলো


নদী বন্যা পানিবন্দী

মন্তব্য করুন-