আমাদের সম্পর্কে | যোগাযোগ

০৮ সেপ্টেম্বর

২০২৪ রবিবার

নিউজ বুলেটিন: ঢাকার রাস্তায় খোঁড়াখুঁড়ি ও অতিরিক্ত যানবাহন চলাচলে বাড়ছে বায়ুদূষণের মাত্রা।

ইসিএন ডেস্ক

প্রকাশিত: ০৮ জুলাই ২০২০, ১০:৩৭

আপডেট: ০৮ জুলাই ২০২০, ১০:৩৭

৪০৭

শেয়ার:

ঘরের ভেতর দুই–তিন ফুট পানি

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় চরপাথালিয়া গ্রামে সরকারি উদ্যোগে নির্মিত আশ্রয়ণ প্রকল্পের ১৩৫টি ঘর বন্যার পানিতে তলিয়ে গেছে। এসব ঘরের মেঝ ও বারান্দা দুই-তিন ফুট পানির নিচে। ১৫ দিন ধরে সেখানকার শতাধিক লোক পানিবন্দী হয়ে আছেন। ত্রাণসামগ্রী না পাওয়ায় খেয়ে না খেয়ে দিন কাটছে তাঁদের।

News

মঙ্গলবার সকালে ওই সরকারি আশ্রয়ণ প্রকল্প এলাকা ঘুরে দেখা গেছে, সেখানকার পাঁচটি একতলা ব্যারাকের (ভবন) প্রতিটি ঘরের মেঝ ও বারান্দা বন্যার পানিতে তলিয়ে গেছে। ভবনগুলোর সামনের মাঠও তলিয়ে গেছে পানিতে। এসব ভবনে বসবাসরত ১৫টি পরিবারের শতাধিক লোক পানিবন্দী অবস্থায় রয়েছেন। কেউ কেউ ঘরের মেঝে ইট বিছিয়ে চৌকি উঁচু করে পরিবারের সবাইকে নিয়ে গাদাগাদি করে থাকছেন। উপায় না দেখে দু-তিনটি পরিবার পাশের বেড়িবাঁধে গিয়ে আশ্রয় নিয়েছে। সেখানে খোলা আকাশের নিচে মানবেতর জীবন কাটাচ্ছেন তাঁরা।

বিস্তারিত দেখুন ঘরের ভেতর দুই–তিন ফুট পানি

ছবি: প্রথম আলো


বন্যা পানিবন্দী

মন্তব্য করুন-