কুড়িগ্রামের উলিপুর উপজেলার চড়ুয়াপাড়া গ্রামের বকুল মিয়া এবার দেড় একর জমিতে পাটের আবাদ করেছিলেন। এর আগে বোরো ধান করে ফলন ভালো হলেও ন্যায্যমূল্য পাননি। পাট চাষে খরচ কম, তাই আশায় ছিলেন দাম যা–ই হোক অন্তত লোকসান হবে না। আর ১০–১৫ দিন পর পাট কাটা শুরু হওয়ার কথা। কিন্তু বকুল মিয়ার ভাষায়, ‘আগাম বন্যা আসি হামার এই বছরের শেষ স্বপ্নটাও ডুবি গেইল।’
বন্যায় ভাসছে কুড়িগ্রামের উলিপুর গ্রামসহ আশপাশের অন্যান্য গ্রামগুলো, আকষ্মিক এই বন্যায় নিদারূন ক্ষতি হচ্ছে আর এই ক্ষতির সম্মুখীন হচ্ছেন যারা খেটে খাওয়া মানুষ।
বিস্তারিত দেখুন আকষ্মিক বন্যায় ভাসছে কুড়িগ্রাম
ছবি: প্রথম আলো