আমাদের সম্পর্কে | যোগাযোগ

২১ নভেম্বর

২০২৪ বৃহস্পতিবার

নিউজ বুলেটিন: ঢাকার রাস্তায় খোঁড়াখুঁড়ি ও অতিরিক্ত যানবাহন চলাচলে বাড়ছে বায়ুদূষণের মাত্রা।

ইসিএন ডেস্ক

প্রকাশিত: ০৬ জুলাই ২০২০, ১০:০৭

আপডেট: ০৬ জুলাই ২০২০, ১০:০৭

১৯ ৪৪৮

শেয়ার:

‘আমরা তো পানির লকডাউনে আছি’

দুই হাত উঁচু করে বুকসমান পানি ঠেলে আসছিলেন তিনি। হাতে পলিথিন মোড়ানো কাপড়। সড়কে ওঠার পর ভেজা কাপড় দ্রুত বদলালেন। এভাবে আসা-যাওয়া রোজ করেন কি না, জানতে চাইলে সহাস্যে বলেন, ‘আমরা তো পানির লকডাউনে আছি। নাও না থাকলে এই ভাবেই চলত অইব চাইর মাস।’ করোনাকালে সিলেটের নিম্নাঞ্চল বন্যাকবলিত হয়েছে পাহাড়ি ঢলে। এর মধ্যে ভারী বৃষ্টি থেমে যাওয়ায় উঁচু এলাকায় বন্যা পর

News

সিলেট-কোম্পানীগঞ্জ সড়ক লাগোয়া সালুটিকর এলাকায় গত শনিবার এভাবে দেখা যায় বুরহানউদ্দিনকে (৩৫)। পানিবন্দী গ্রাম থেকে অনেকটা সাঁতার কাটার মতো করে আসা-যাওয়া করছিলেন। প্রায় ২০০ গজ দীর্ঘ পথ বুকসমান পানি ঠেলে তীরে ওঠেন তিনি।

বিস্তারিত দেখুন পানির লকডাউন

ছবি: প্রথম আলো


পানি লকডাউন

মন্তব্য করুন-