আমাদের সম্পর্কে | যোগাযোগ

২১ নভেম্বর

২০২৪ বৃহস্পতিবার

নিউজ বুলেটিন: ঢাকার রাস্তায় খোঁড়াখুঁড়ি ও অতিরিক্ত যানবাহন চলাচলে বাড়ছে বায়ুদূষণের মাত্রা।

ইসিএন ডেস্ক

প্রকাশিত: ২৪ জুন ২০২০, ১০:০২

আপডেট: ২৪ জুন ২০২০, ১০:০২

৪৭৫

শেয়ার:

বনায়নের নামে অতিরিক্ত গাছ লাগালে পরিবেশে উল্টো প্রভাব: নতুন গবেষণা

বৈশ্বিক জলবায়ুর পরিবর্তন মোকাবিলার কার্যকর সমাধান হিসেবে সব সময় বনায়নকেই উৎসাহিত করা হয়। বেশি করে ‘গাছ লাগাও পরিবেশ বাঁচাও’—এমন ধারণার পাশাপাশি গাছ লাগানো কর্মসূচিকে সবচেয়ে ভালো ও কম ব্যয়বহুল উপায় বলে মনে করেন জলবায়ু বিজ্ঞানীরা। তবে নতুন দুই গবেষণা উল্টে দিল এই ধারণাকে। দুটি গবেষণায় দেখা গেছে, পরিবেশের উপকারের বদলে অধিক হারে বৃক্ষরোপণ উল্টো বিপরীত

News

কয়েক বছর ধরে জলবায়ু পরিবর্তনের সমাধান হিসেবে গাছ লাগানোর ধারণাটি সত্যই অধিক গ্রহণযোগ্য হয়েছে। স্বল্প খরচে এর প্রভাব অনেক বেশি বলে মনে করা হয়। আগে নানা গবেষণায় বলা হয়, গাছ প্রচুর পরিমাণে কার্বন গ্রহণ ও সংরক্ষণ করতে পারে। তাই অনেক দেশ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তাদের পরিকল্পনার মূল কার্যক্রম হিসাবে বৃক্ষরোপণ অভিযান প্রতিষ্ঠা করেছে। যেমন যুক্তরাজ্যে গত বছরের সাধারণ নির্বাচনের প্রচারেও রাজনৈতিক দলগুলো প্রচুর পরিমাণে গাছ লাগানোর প্রতিশ্রুতি দেয়। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ট্রিলিয়ন ট্রি ক্যাম্পেইন পেছনের সারিতে একটু করে দাঁড়িয়ে আছেন। এমনকি এই ধারণাকে সমর্থন করার জন্য মার্কিন কংগ্রেসে আইন প্রবর্তিত হয়েছে। গাছ লাগানোর আরেকটি বড় উদ্যোগ হলো ‘বন চ্যালেঞ্জ’। এর উদ্যোগে ২০৩০ সালের মধ্যে বিশ্বের সব দেশকে ৩৫ কোটি হেক্টর অবক্ষয়যুক্ত ও অরণ্য উজাড় করা জমি পুনরুদ্ধারের আহ্বান জানানো হচ্ছে। এখনো প্রায় ৪০টি দেশ এই ধারণাকে সমর্থন করেছে।

বিস্তারিত দেখুন বনায়ন করার প্রয়োজনীয়তা অনেক বেশি একারনেই যে এতে করে আমাদের পরিবেশের ভারসাম্য বজায় থাকে কিন্তু অতিরিক্ত হারে গাছ লাগানোর ফলে হতে পারে সেটির উলটো

ছবি: রয়টার্স


বনায়ন পরিবেশ

মন্তব্য করুন-