আমাদের সম্পর্কে | যোগাযোগ

০৮ সেপ্টেম্বর

২০২৪ রবিবার

নিউজ বুলেটিন: ঢাকার রাস্তায় খোঁড়াখুঁড়ি ও অতিরিক্ত যানবাহন চলাচলে বাড়ছে বায়ুদূষণের মাত্রা।

ইসিএন ডেস্ক

প্রকাশিত: ২৩ জুন ২০২০, ০৮:০৯

আপডেট: ২৩ জুন ২০২০, ০৮:০৯

৪৩৮

শেয়ার:

সৈকতে ভেসে এল বিরল প্রজাতির মৃত তিমি

কক্সবাজারের টেকনাফের সমুদ্রসৈকতে বিশাল আকৃতির একটি মৃত তিমি ভেসে এসেছে। সোমবার সকাল ৯টার দিকে টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের ঘোলাপাড়া সমুদ্রসৈকতে এ মৃত তিমিটি ভেসে আসে। প্রাণী বিশেষজ্ঞরা বলছেন, এটি বিরল প্রজাতির তিমি। এর নাম ব্রিডস হোয়েল (Bryde’s Whale)।

News

সাবরাং ইউপির ৭ নম্বর ওয়ার্ডের সদস্য নুরুল আমিন বলেন, গত শনিবার বিকেলে জোয়ারে একটি বিরল প্রজাতির তিমি আসার খবর শুনেছিলেন। ওই সময় তিনি এলাকার লোকজনকে আটকে পড়া তিমিকে কোনো ধরনের আঘাত না করে পুনরায় পানিতে নামিয়ে দেওয়ার অনুরোধ জানান। তবে আজ সকালে প্রায় এক কিলোমিটার দূরে অন্য এলাকায় ওই তিমি মৃত অবস্থায় ভেসে এসেছে। বর্তমানে সাগরে জেলেদের মাছ ধরা বন্ধ। কিন্তু কীভাবে তিমিটি মারা গেল, তা বলা মুশকিল। তিমির শরীরের কয়েকটি অংশে আঘাতের চিহ্ন রয়েছে।

জানতে চাইলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সাবেক অধ্যাপক মোহাম্মদ শাহ আলম প্রথম আলোকে বলেন, ভিডিও ও ছবি দেখে নিশ্চিত হয়েছি এটি তিমি। এই তিমির নাম ব্রিডস হোয়েল (Bryde’s Whale)। এর বৈশিষ্ট্য পিঠ গাঢ় ধূসর রং, পেট হালকা ধূসর রং, মাথার দৈর্ঘ্য মোট দৈর্ঘ্যের চার ভাগের এক ভাগ। তবে এটি প্রাপ্তবয়স্ক তিমি নয়। সাধারণত বয়স্ক একটি তিমি প্রায় ৩০-৪০ ফুট লম্বা হয়ে থাকে। টেকনাফের এ তিমিটি আনুমানিক ১০ ফুটের মতো লম্বা। ভারত মহাসাগরে ১০ প্রজাতির তিমি রয়েছে

বিস্তারিত দেখুন মৃত নীল তিমি

ছবি: প্রথম আলো


তিমি কক্সবাজার

মন্তব্য করুন-