এখন পুরোপুরিভাবে বর্ষাকালের আগমন বার্তা পাওয়া যাচ্ছে, আর সেইসাথে নানা সময়ে ধেয়ে আসছে এই বর্ষা যার দরুন সহ্য করতে হচ্ছে নিদারূন কষ্ট। গত দিন উজানের ঢলে তিস্তা-সোমেস্বরীতে আকষ্মিক বন্যা দেখা দেয় আর এই বন্যার ফলে সেখানকার মানুষ চরম দূর্ভোগে পড়ে যান।
গত সপ্তাহে চট্টগ্রামের কয়েকটি নদ-নদীর পানি বেড়ে নিম্নাঞ্চল ডুবেছিল। দুই দিনের মাথায় ওই পাহাড়ি ঢলের পানি নেমে যায়, সেই সঙ্গে বন্যাও চলে যায়। গতকাল শনিবার সকাল থেকে লালমনিরহাটে তিস্তা এবং ময়মনসিংহে কংস ও সোমেশ্বরী নদীর পানি ফুলেফেঁপে ওঠে। দুকূল ছাপিয়ে কয়েক শ গ্রাম প্লাবিত করে। আজ রোববার সকালের মধ্যেই সেই পানি আবার নেমে গেছে। এভাবে বড় বন্যা শুরুর আগে দেশের বিভিন্ন স্থানে হঠাৎ আসা পাহাড়ি ঢল থেকে বন্যা শুরু হয়ে গেছে।
বিস্তারিত দেখুন উজানের ঢলে তিস্তা-সোমেশ্বরীতে হঠাৎ বন্যা
ছবি: টিবিএস নিউজ