আমাদের সম্পর্কে | যোগাযোগ

২১ নভেম্বর

২০২৪ বৃহস্পতিবার

নিউজ বুলেটিন: ঢাকার রাস্তায় খোঁড়াখুঁড়ি ও অতিরিক্ত যানবাহন চলাচলে বাড়ছে বায়ুদূষণের মাত্রা।

ইসিএন ডেস্ক

প্রকাশিত: ২১ জুন ২০২০, ১২:৩৩

আপডেট: ২১ জুন ২০২০, ১২:৩৩

১৭ ৬২৩

শেয়ার:

হালদায় দ্বিতীয় দফায় ২০০ কেজি ডিম সংগ্রহ

দেশের একমাত্র কার্পজাতীয় মাছের প্রাকৃতিক প্রজননক্ষেত্র হালদা নদীতে দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ। শুক্রবার গভীর রাতে নদীর চার স্থানে মা মাছ ডিম ছাড়ে।

News

মৎস্য অধিদপ্তরের ভাষ্য, ১৫০ থেকে ২০০ কেজি ডিম ধরা পড়ে সংগ্রহকারীদের জালে। সংগ্রহকারীদের হিসাবটাও এ রকম।

নদীগবেষকেরা জানান, দ্বিতীয় দফায় এত ডিম ছাড়ার ঘটনা নদীর পরিবেশের জন্য ইতিবাচক। নদীর পরিবেশ আগের চেয়ে ভালো হওয়ার কারণে এই পরিবর্তন। দীর্ঘদিন দ্বিতীয় দফায় এত পরিমাণ ডিম সংগ্রহের এমন রেকর্ড ছিল না।

বিস্তারিত দেখুন মাছের ডিম সংগ্রহ

ছবি: প্রথম আলো


হালদা ডিম

মন্তব্য করুন-