আমাদের সম্পর্কে | যোগাযোগ

২১ নভেম্বর

২০২৪ বৃহস্পতিবার

নিউজ বুলেটিন: ঢাকার রাস্তায় খোঁড়াখুঁড়ি ও অতিরিক্ত যানবাহন চলাচলে বাড়ছে বায়ুদূষণের মাত্রা।

ইসিএন ডেস্ক

প্রকাশিত: ১৫ জুন ২০২০, ১০:৫৮

আপডেট: ১৫ জুন ২০২০, ১১:০১

৪৮৯

শেয়ার:

বৃষ্টির গান নিয়ে এল মেঘ গুড়গুড় আষাঢ়

কদিন ধরেই আকাশ ক্ষণে ক্ষণে মেঘলা। এই বৃষ্টি, এই রোদ।মেঘ আর রোদের এই লুকোচুরির মধ্যেই এসে গেল বর্ষা। আজ পয়লা আষাঢ়। এবার আষাঢ় এল অনেকটা চুপিসারে, অনাড়ম্বরে। ঘটা করে বর্ষাবরণ নেই। চোখ তুলে মেঘমেদুর আকাশ দেখার মন কোথায়? মনের ভেতর ঘাপটি মেরেছে করোনার ভয়।

News

কদিন ধরেই আকাশ ক্ষণে ক্ষণে মেঘলা। এই বৃষ্টি, এই রোদ।মেঘ আর রোদের এই লুকোচুরির মধ্যেই এসে গেল বর্ষা। আজ পয়লা আষাঢ়। এবার আষাঢ় এল অনেকটা চুপিসারে, অনাড়ম্বরে। ঘটা করে বর্ষাবরণ নেই। চোখ তুলে মেঘমেদুর আকাশ দেখার মন কোথায়? মনের ভেতর ঘাপটি মেরেছে করোনার ভয়। ঘরের বাইরে কাঁটা বিছিয়ে রেখেছে কোভিড–১৯।কিন্তু সকল কাঁটা ধন্য করে আপন মাধুর্যে প্রকৃতির সন্তানদের বুকে তুলে নেওয়ায় মৌসুমি ঋতুর কাজ। তাই আকাশভরা বৃষ্টি নিয়ে আষাঢ় এসেছে। বাদলের ধারায় এই ধরা থেকে ধুয়েমুছে নেবে সব জরা।

এবার বর্ষা আসার আগে প্রকৃতি ছিল রুদ্র। পুরো জ্যেষ্ঠ মাসজুড়েই বৃষ্টি ঝরেছে। ভারী বৃষ্টির সঙ্গে কালবৈশাখীও হেনেছে ছোবল। জ্যৈষ্ঠের প্রথমার্ধে ছিল প্রবল ঘূর্ণিঝড় 'আম্পানের' তাণ্ডব। তাই বর্ষাকাল বহু আগে থেকেই এবার তার আগমনী বার্তা দিয়ে রেখেছিল।

বিস্তারিত দেখুন প্রথম আলো

ছবি: প্রথম আলো


বৃষ্টি বর্ষাকাল

মন্তব্য করুন-