আমাদের সম্পর্কে | যোগাযোগ

১৮ অক্টোবর

২০২৪ শুক্রবার

নিউজ বুলেটিন: ঢাকার রাস্তায় খোঁড়াখুঁড়ি ও অতিরিক্ত যানবাহন চলাচলে বাড়ছে বায়ুদূষণের মাত্রা।

ইসিএন ডেস্ক

প্রকাশিত: ১৪ জুন ২০২০, ১৯:৫৭

আপডেট: ১৪ জুন ২০২০, ১৯:৫৭

৫২৮

শেয়ার:

দুই বন্য হাতির অস্বাভাবিক মৃত্যু

ফাঁসিয়াখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের (খালকুল্যাখোলা এলাকার) সদস্য আবদুর রহিম জানান, গতকাল শনিবার সকালে তাঁরা স্থানীয় একটি খালে মৃত হাতিটি পড়ে থাকতে দেখেন। রাতে সম্ভবত খালের খাড়া ও উঁচু পাড় থেকে পানিতে পড়ে গেছে। মৃত হাতির পিঠে বৈদ্যুতিক শকের মতো কালো দাগ ছাড়া কোথাও আঘাতের চিহ্ন নেই। এ জন্য ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক ফাঁদে হাতিটি স্পৃষ্ট হয়েছে। দিগ্

News

কক্সবাজারের টেকনাফের পর এবার বান্দরবানের লামা ও চট্টগ্রামের বাঁশখালীতে বন্য হাতির অস্বাভাবিক মৃত্যুর খবর পাওয়া গেছে।

লামার ফাঁসিয়াখালীতে গত শুক্রবার রাতে বিদ্যুতের ফাঁদ পেতে ১৫ থেকে ১৬ বছর বয়সী হাতিটিকে হত্যা করা হয়েছে বলে স্থানীয় মানুষের ভাষ্য। আর চট্টগ্রামের বাঁশখালীতে দিন দশেক আগে একটি হাতিকে হত্যা করা হয়েছে বিষ প্রয়োগ করে। সম্প্রতি এ ঘটনা প্রকাশ হয়েছে।

ফাঁসিয়াখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের (খালকুল্যাখোলা এলাকার) সদস্য আবদুর রহিম জানান, গতকাল শনিবার সকালে তাঁরা স্থানীয় একটি খালে মৃত হাতিটি পড়ে থাকতে দেখেন। রাতে সম্ভবত খালের খাড়া ও উঁচু পাড় থেকে পানিতে পড়ে গেছে।

বিস্তারিত দেখুন দুই বন্য হাতির অস্বাভাবিক মৃত্যু

ছবি: প্রথম আলো


হাতি মৃত্যু

মন্তব্য করুন-