গাজীপুরের শ্রীপুর থেকে ঢাকায় ফিরছি। এরই মধ্যে একটি খামারবাড়ি দেখতে যাওয়ার আমন্ত্রণ এল। আমরা যেখানে আছি, সেখান থেকে বেশি দূরে নয়। তাই সম্মতি জানাতে দেরি হলো না। এবারের শেষ জ্যৈষ্ঠেও যেন প্রকৃতিতে বর্ষার সুর। মাথার ওপরে মেঘ–বৃষ্টি–রোদ। তার সঙ্গে বাড়তি হিসেবে জুটেছে ঘামঝরানো তাপ।
গাজীপুরের শ্রীপুর থেকে ঢাকায় ফিরছি। এরই মধ্যে একটি খামারবাড়ি দেখতে যাওয়ার আমন্ত্রণ এল। আমরা যেখানে আছি, সেখান থেকে বেশি দূরে নয়। তাই সম্মতি জানাতে দেরি হলো না। এবারের শেষ জ্যৈষ্ঠেও যেন প্রকৃতিতে বর্ষার সুর। মাথার ওপরে মেঘ–বৃষ্টি–রোদ। তার সঙ্গে বাড়তি হিসেবে জুটেছে ঘামঝরানো তাপ।
মাওনা চৌরাস্তায় এসে রীতিমতো যানজটে পড়তে হলো। মানুষ, গাড়ি, দোকানপাট—কোনো কিছুর কমতি নেই। সব ঢালাওভাবে চলছে। দুই-তৃতীয়াংশ মানুষ তো মাস্ক ছাড়াই ঘোরাফেরা করছে। মানুষের এই কোলাহলমুখর যাপিত জীবন দেখে কে বলবে, মারাত্মক ছোঁয়াচে করোনার ভয়ে দেশ কাঁপছে। করোনাক্রান্তির কোনো ছাপই নেই।
বিস্তারিত দেখুন গাজীপুরে কৃষিবিদ মোহাম্মদ আতিকুল ইসলামের বাড়িতে মালতী
ছবি: লেখক