আমাদের সম্পর্কে | যোগাযোগ

২১ নভেম্বর

২০২৪ বৃহস্পতিবার

নিউজ বুলেটিন: ঢাকার রাস্তায় খোঁড়াখুঁড়ি ও অতিরিক্ত যানবাহন চলাচলে বাড়ছে বায়ুদূষণের মাত্রা।

ইসিএন ডেস্ক

প্রকাশিত: ১৪ জুন ২০২০, ০০:৩৮

আপডেট: ১৪ জুন ২০২০, ১০:৫৩

৪৪৮

শেয়ার:

সীতাকুণ্ডে ক্ষতবিক্ষত টিলার বুক চিরে তৈরি ৪০০ ঘর

স্থানীয় ভূমিদস্যুরা এভাবে পাহাড় কেটে ঘর তুলছে। গত বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাট–বায়েজিদ সংযোগ সড়কের পাশে

News

সড়কের দুই পাশে ক্ষতবিক্ষত পাহাড়ের টিলা। এর বুক চিরে উঁকি দিচ্ছে ছোট ছোট টিনের ঘর। এর কোনোটি আধাপাকা। কিছু ঘরে লাগানো হয়েছে ধর্মীয় প্রতিষ্ঠানের নামফলক। ঘরগুলো নির্মাণের সময় পাহাড়ের কোথাও আংশিক, কোথাও পুরোটাই কেটে সমতল করা হয়েছে। সাকল্যে ঘর বানানো হয়েছে ৪০০টির মতো।

বৃহস্পতিবার চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাট–বায়েজিদ সড়কের দুই পাশে দেখা গেছে এমন চিত্র।

সড়কটির দুই পাশে সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর মৌজা, হাটহাজারী উপজেলার জালালাবাদ মৌজা ও চট্টগ্রাম নগরের উত্তর পাহাড়তলী মৌজার সরকারি খাসটিলা শ্রেণির জায়গা। সবচেয়ে বেশি ঘর উঠেছে ৩৬১ দাগে ৪৬ কানি ও ৩৫৯ দাগে ১২৫ কানি জমিতে।

বিস্তারিত দেখুন সীতাকুণ্ডে ক্ষতবিক্ষত টিলার বুক চিরে তৈরি ৪০০ ঘর

ছবি: প্রথম আলো


ভূমিদস্যু টিলা

মন্তব্য করুন-