স্থানীয় ভূমিদস্যুরা এভাবে পাহাড় কেটে ঘর তুলছে। গত বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাট–বায়েজিদ সংযোগ সড়কের পাশে
সড়কের দুই পাশে ক্ষতবিক্ষত পাহাড়ের টিলা। এর বুক চিরে উঁকি দিচ্ছে ছোট ছোট টিনের ঘর। এর কোনোটি আধাপাকা। কিছু ঘরে লাগানো হয়েছে ধর্মীয় প্রতিষ্ঠানের নামফলক। ঘরগুলো নির্মাণের সময় পাহাড়ের কোথাও আংশিক, কোথাও পুরোটাই কেটে সমতল করা হয়েছে। সাকল্যে ঘর বানানো হয়েছে ৪০০টির মতো।
বৃহস্পতিবার চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাট–বায়েজিদ সড়কের দুই পাশে দেখা গেছে এমন চিত্র।
সড়কটির দুই পাশে সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর মৌজা, হাটহাজারী উপজেলার জালালাবাদ মৌজা ও চট্টগ্রাম নগরের উত্তর পাহাড়তলী মৌজার সরকারি খাসটিলা শ্রেণির জায়গা। সবচেয়ে বেশি ঘর উঠেছে ৩৬১ দাগে ৪৬ কানি ও ৩৫৯ দাগে ১২৫ কানি জমিতে।
বিস্তারিত দেখুন সীতাকুণ্ডে ক্ষতবিক্ষত টিলার বুক চিরে তৈরি ৪০০ ঘর
ছবি: প্রথম আলো